রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গফরগাঁও উপজেলার পল্লীতে মনিহারি দোকানে চুরির অভিযোগে উথুরী ছিপান ঘাগড়া স্কুলের ছাত্র মোঃ রিয়াদ মিয়াকে (১৫) পিটিয়ে হত্যার ঘটনায় গত বৃস্পতিবার রাতে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে । নিহত মোঃ রিয়াদের ফুফা মোঃ আবদুর রাজ্জাক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে ঘটনাস্থলে অভিযুক্ত ঘাগড়া টাওয়ারের মোড় এলাকার ৯জন চিহিুত ও বেনামী ৭-৮জনকে আসামী করা হয়েছে ।মামলা সুত্রে জানা গেছে , গফরগাঁও উপজেলার উথুরী গ্রামের সৌদি প্রবাসী মোঃ সাইদুর রহমান ওরফে শাহিন ও বাকপ্রতিবন্ধী মাবিয়া বেগমের ছেলে মোঃ রিয়াদ মিয়া ঘাগড়া-উথুরী-ছিপান হাই স্কুলের ছাত্র ছিল। গত বুধবার গভীর রাতে ঘাগড়া টাওয়ারের মোড় এলাকায় মোঃ আশরাফুল ইসলামের মনিহারি দোকানের তালা ভেঙ্গে চুরি চেষ্টার অভিযোগে এলাকার লোকজন রিয়াদকে নিমর্ম ভাবে গণপিটুনি দিয়ে ফেলে রাখে। পরে পরদিন বৃহস্পতিবার ৭টার দিকে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়ে। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশ জানায় আসামী ধরার জন্য অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।