বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন থেকে মো. রিয়াদ হোসেন (১৯) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এ সময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পূর্ব ইয়ারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. রিয়াদ হোসেন ওই এলাকার সুলতান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পূর্ব ইয়ারপুর এলাকায় একটি এলজি নিয়ে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করে রিয়াদ। পরে বিষয়টি স্থানীয় লোকজন টের একত্রিত হয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সেনবাগ থানার ওসি মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আটককৃত রিয়াদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।