মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্যাথলিক চার্চে যৌন নিপীড়নের ঘটনায় পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে নীরবতার মারাত্মক অভিযোগ উঠেছে। অনেক বিষয় সম্পর্কে উদার মনোভাব নিয়ে পোপ ফ্রান্সিস কট্টর রক্ষণশীল ক্যাথলিকদের বিরাগভাজন হয়েছেন। ক্যাথলিক চার্চের অতীত ও বর্তমান অনেক কার্যকলাপেরও সমালোচনা করেছেন তিনি। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্যাথলিক যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতন সম্পর্কেও মুখ খুলেছেন পোপ। এমন আচরণের নিন্দা ও সমালোচনা করেছেন। যারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কাছে পোপ ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু এবার তিনি নিজেই সমালোচনার শিকার হলেন। ভ্যাটিকান সিটির সাবেক কর্মকর্তা আর্চবিশপ কার্লো মারিয়া ভিগানো তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন। ভিগানো দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাথলিক যাজক কার্ডিনাল থিওডোর ম্যাককারিক যৌন নির্যাতন করে চলেছেন, এমন ঘটনা জানা সত্তে¡ও পোপ ফ্রান্সিস নাকি বছরের পর বছর নীরব থেকে ‘সমকামিতা› বরদাশত করে এসেছেন। ডয়েচে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।