Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় রাস্তা কেটে জমি বানানো আটক ১

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় রাস্তা কেটে ধানী জমিতে পরিনত করার চেষ্টার অভিযোগে বাচ্চু তালুকদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভ‚মি ঘটনাস্থল পরিদর্শন করে তাকে আটক করা হয়। গত কয়েকদিন ধরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামের কচুপাত্রা নদী সংলগ্ন রাস্তা কেটে জমিতে পরিনত করার চেষ্টা চালায়। এ ঘটনায় স্থানীয় মো. হেলাল তালুকদার নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আভিযোগ করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, সাধারন মানুষের চলাচলের জন্য গত ১৫ বছর পূর্বে এ রাস্তাটি তৈরী করা হয়। এর পর এ রাস্তাটি সরকারী তহবিল থেকে মেরামত করাও হয়েছে। কিন্তু গত ২৬ আগষ্ট রোববার সকাল থেকে রাস্তাটি কেটে স্থানীয় প্রভাবশালিরা জমিতে পরিনত করার চেষ্ট চালায়। এর ফলে জনগনের চলাচলে বিঘœ ও নদী থেকে পানি প্রবেশ করে রবি শষ্য সহ মৌসুমী ফসল নষ্ট হয়ে যাওয়ার আশংকা রয়েছে বলে ওই অভিযোগে উল্লেখ করা হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম আবু সুফিয়ান বলেন, রাস্তা কেটে জমিতে পরিনত করার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এক জনকে আটক করা হয়। এছাড়া এ রাস্তাটি আগেরমত স্বাভাবিক ব্যবহারের উপযোগী করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ