Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে ছাত্রদলের ৯ কর্মী আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ৩:২৩ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রদলের মিছিল থেকে ৯ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার শর্শী এলাকায় মিছিলের প্রস্তুতি নিলে খবর পেয়ে পুলিশ ধাওয়া দিয়ে ৯ কর্মীকে আটক করা হয়। মামলা শেষে রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়
আটককৃতরা হলেন- গৌরীপুরের শাহগঞ্জের মিলন মিয়া, ফুলপুরের আরিফুল, আল আমিন শিশির, মাফেজ খাঁ, ময়মনসিংহ সদর এলাকার চায়নামোড়ের সাদ্দাম হোসেন, শম্ভুগঞ্জের অন্তর মিয়া, গৌরীপুরের অনিক আহমেদ, ইকবাল হাসান ও সোহেল রানা।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন বলেন, ছাত্রদল কর্মীরা বিভিন্ন জায়গা থেকে সংগঠিত হয়ে মিছিল বের করে। খবর পেয়ে মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনে মামলা শেষে রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ