Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

আড়াইহাজারে ছেলের ছুরিকাঘাতে বাবা আহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:২৯ পিএম

আড়াইহাজারে ছেলের ছুরিকাঘাতে বাবা সাত্তার (৫০) গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার গোপালদী পৌর সভার রামচন্দ্রদী গ্রামে এই ঘটনা ঘটে। আহত বাবা সাত্তারকে (৫০) আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালদী তদন্তের উপপরিদর্শক (এস আই) মাহফুজ জানান, দীর্ঘ দিন ধরে সাত্তারের সৎ ছেলে জহিরের সাথে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার দিন বিকালে এই নিয়ে কাথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা ছোরা দিয়ে সাত্তারকে আঘাত করলে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। এই সময় আশংকাজনক অবস্থায় বাবা সাত্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার সময় উত্তেজিত জনতা জহিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এই ব্যাপারে সাত্তারের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাত

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ