গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে তাহমিনা আক্তার রুবি (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে নিহতের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিরপুর মডেল থানার এসআই অজিত কুমার রায় জানান, তার গলায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত আড়াই মাস আগে চট্টগ্রামের মেয়ে রুবির সঙ্গে বগুড়ার মাসুদ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে রুবি স্বামীর সঙ্গে মিরপুর এলাকার দক্ষিণ পীরেরবাগের একটি বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন। গৃহবধূর স্বামী মাসুদ পুলিশকে বলেন, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পুলিশ মাসুদকে জিজ্ঞাসাবাদ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।