রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন শাখার কাউন্সিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন জুঁইদন্ডী ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি হাফেজ মাওলানা বজলুর রহমান হাশেমী। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা কাজী বদরুজ্জামান নঈমী। উদ্বোধনী বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি হাফেজ মো.আবদুর রহিম। প্রধান বক্তা ছিলেন আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফিরোজ মিঞা। স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা আবদুর রশিদ হেলালী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরকান। ইসলামী যুবসেনার সহ-সাধারণ সম্পাদক ইলিয়াছ রেজার সঞ্চালনায় আরো বক্তৃতা করেন ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা দিদারুল ইসলাম চৌধুরী, মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী, মাওলানা মফিজুর রহমান, যুবসেনা নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, আবু তাহের, মোকতার আহমদ, জিএম মামুনুর রশিদ, ছাত্রনেতা কামাল উদ্দিন ও এস এম আরাফাত হোসাইন সিরাজী। পরে মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরীকে সভাপতি, হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরকানকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ জহিরুল আলম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা মুহাম্মদ এনাম উদ্দিনকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ইসলামী ফ্রন্ট জুঁইদন্ডী ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।