Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ভোটাধিকার নিশ্চিতে স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করতে হবে

ইসলামী ফ্রন্টের নির্বাচনী পর্যালোচনা সভা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নি। জনগণের রায়েরও সঠিক প্রতিফলন হয়নি। নির্বাচন কমিশন জনগণের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা জরুরি।
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ নঈমুল ইসলামের নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফ্রন্টের চেয়ারম্যান একথা বলেন। গতকাল (শনিবার) হাটহাজারী উপজেলায় একটি কমিউনিটি সেন্টারে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আজাহারীর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফ্রন্ট চেয়ারম্যান আরও বলেন, নির্বাচন যেখানে বাংলাদেশের বড় একটি জাতীয় উৎসবে পরিণত হওয়ার কথা, সেখানে প্রহসন আর একতরফা নির্বাচনের কারণে তা হয়নি। ভোট পরবর্তী বিরোধী পক্ষের প্রতি হামলাসহ ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে তিনি নির্বাচন কমিশনকে দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবি জানান।
নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দীন। এতে প্রধান বক্তা ছিলেন প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও ইসলামী ফ্রন্টের আইন সচিব আ্যডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ, আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটির সদস্য সচিব আ্যডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ নঈম উল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা উবাইদুল মোস্তফা কদম রসূলী, মাওলানা জুন্নুরাইন আলকাদেরী, নাছির উদ্দীন মাহমুদ প্রমুখ।



 

Show all comments
  • মোহাম্নদ মহিউদ্দীন ৬ জানুয়ারি, ২০১৯, ৫:৪৫ এএম says : 0
    নারী নির্যাতন কারি যে হোক না কেন... প্রকাশ ফাঁচি মত বিচার হওয়া দরকার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ফ্রন্টের নির্বাচনী পর্যালোচনা সভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ