রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ নাসিরনগর থানার উদ্যোগে বুড়িশ্বর ইউপি শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মতো। মাওলানা নজরুল ইসলাম আজিজীর সভাপতিত্বে এবং আব্দুল হাকিমের পরিচালনায় সভার উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী অ্যাড. ইসলাম উদ্দিন দুলাল। প্রধান অতিথি ছিলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী, প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্ট বি.বাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা, নাসিরনগর থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক আল্লামা সৈয়দ আশরাফুল আব্দাল মুকাল্লিদ। গতকাল কর্মীসভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওলানা কুতুবউদ্দিন আল-কাদরী, এডভোকেট সৈয়দ সায়েদুর রহমান আওলাদ, অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ মুকুল, অধ্যাপক মাওলানা এখলাছুর রহমান, মাওলানা শরীফুর আজীজ আল-কাদরী, সৈয়দ জাফরুল কুদ্দুস গালেব, মাওলানা সাইয়্যেদুজ্জামান জাবের প্রমুখ।
বক্তারা বলেন, একাদশ সংসদ নির্বাচনে নাসিরনগরে ইসলামী ফ্রন্টের মোমবাতি মার্কায় অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলালকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক রাজনীতি করার সুযোগ করে দেবেন এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবকিছু ভুলে নাসিরনগরে কুরআন-হাদিসে যে রাজনীতি করার নির্দেশ আছে ইমাম হোসাইন যে রাজনীতির জন্য কারবালার ময়দানে নিজের জীবন উৎসর্গ করে গেছেন, আমরা সেই রাজনীতি করতে চাই, এর জন্য আপনাদের মূল্যবান ভোট আগামী নির্বাচনে প্রদান করতে হবে। সবশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।