Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে ইসলামী ফ্রন্টের কমিটি গঠন

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফেনী জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফেনীর একটি কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হয়। কাউন্সিলে আগামী (২০১৮-২০) তিন বছরের জন্য ইসলামী ফ্রন্ট ফেনী জেলা শাখার ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পূর্বের সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুন নবী রহমানীকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা কাজী নুরুল আলমকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়। এ ছাড়াও কমিটিতে যারা রয়েছেন সহ-সভাপতি পদে মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মাওলানা হুমায়ুন কবীর নোমানী, অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন এছলাহী, মাওলানা শাহ জামাল উদ্দিন ও অধ্যক্ষ মাওলানা ওয়াজী উল্লাহ। সহ-সাধারন সম্পাদক পদে মো. শহিদ উল্লাহ পাটোয়ারী, মাওলানা আবু ইউছুফ, মাওলানা নজরুল ইসলাম ভূইয়া। সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা জাকারিয়া আশেকী। অর্থ-সম্পাদক পদে মাওলানা আলমগীর ফরায়েজী, দপ্তর সম্পাদক পদে আ ন ম জাকারিয়া মাসুদ এবং আরো অন্যান্য পদসহ ৩৩ জনের কমিটিকে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কাউন্সিল অনুষ্ঠানে জেলার সভাপতি ও সম্পাদকের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এম এ মোমেন। এ ছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ জেলা উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ফ্রন্ট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ