রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফেনী জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফেনীর একটি কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হয়। কাউন্সিলে আগামী (২০১৮-২০) তিন বছরের জন্য ইসলামী ফ্রন্ট ফেনী জেলা শাখার ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পূর্বের সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুন নবী রহমানীকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা কাজী নুরুল আলমকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়। এ ছাড়াও কমিটিতে যারা রয়েছেন সহ-সভাপতি পদে মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মাওলানা হুমায়ুন কবীর নোমানী, অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন এছলাহী, মাওলানা শাহ জামাল উদ্দিন ও অধ্যক্ষ মাওলানা ওয়াজী উল্লাহ। সহ-সাধারন সম্পাদক পদে মো. শহিদ উল্লাহ পাটোয়ারী, মাওলানা আবু ইউছুফ, মাওলানা নজরুল ইসলাম ভূইয়া। সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা জাকারিয়া আশেকী। অর্থ-সম্পাদক পদে মাওলানা আলমগীর ফরায়েজী, দপ্তর সম্পাদক পদে আ ন ম জাকারিয়া মাসুদ এবং আরো অন্যান্য পদসহ ৩৩ জনের কমিটিকে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কাউন্সিল অনুষ্ঠানে জেলার সভাপতি ও সম্পাদকের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এম এ মোমেন। এ ছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ জেলা উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।