Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার ইফতার মাহফিল

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনা ফেনী জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত শনিবার শহরের মিজান রোডস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইসলামী ফ্রন্ট ফেনী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরন্নবী রহমানীর সভাপতিত্বে ও শহীদ উল্লাহ পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা মাওলানা আলমগীর হোসেন, জাকারীয়া আশেকী, সহ-সভাপতি বদিউজ্জামান হামদানি, সাধারন সম্পদক অধ্যাপক মাওলানা কাজী নুরুল আলম, মাওলানা আবু ইউছুফ, মাওলানা ফরায়েজী, মাওলানা জাকারিয়া মাসুদ, মাওলানা মোজাম্মেল হক চৌধুরী, মাওলানা জয়নাল আবেদিন ও মো. লোকমান আলী বিএসসি প্রমুখ। ইফতার পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে আজ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা সরকারের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে মাদকের নামে কোনো নিরিহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা সরকারের প্রতি এই উদাত্ত আহবান জানাই। আমরা চাই দেশ মাদকমুক্ত হোক। আমাদের দেশের মুসলমানের সন্তানেরা এই মাদকের ছোবল থেকে যেন বেরিয়ে এসে নিজেদের শোধরিয়ে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ