Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, দুইটি লম্বা ছুরি ও ষাট পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হচ্ছে, উপজেলার উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামের মফিজ মিয়ার পুত্র দেলোয়ার হোসেন (২৫), আশ্রাফপুরের মৃত আবুল হাশেম মিয়ার পুত্র মিয়া মশিউর রহমান (৩৮), কৃষ্ণপুর গ্রামের মৃত অহিদ মিয়ার পুত্র মোঃ খলিল (৩০) ও সদর দক্ষিণ কমলপুরের মৃত আবদুল আজিজের পুত্র জাকির হোসেন (২৮)।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মনিরুল ইসলাম, এসআই সুজয় ও এএসআই সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে শনিবার দিনগত রাত সাড়ে এগারটায় উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে মশিউর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে অস্ত্র ও ইয়াবাসহ দেলোয়ার হোসেন, মিয়া মশিউর রহমান, মোঃ খলিল ও জাকির হোসেনকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ