Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবার গান নিয়ে দুই বোনের অ্যালবাম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

সঙ্গীতশিল্পী মাহমুদুন্নবী আধুনিক বাংলা গান ও চলচিত্রের গানে যে নতুন মাত্রা সঞ্চার করেছিলেন তা আজও বাংলা ভাষাভাষি অগণিত শ্রোতার হৃদয়কে দোলা দেয়। কালজয়ী এই শিল্পীর গাওয়া অসংখ্য গান থেকে নির্বাচিত কয়েকটি গানে এবার কণ্ঠ দিয়েছেন তার দুই কন্যা ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। মাহমুদুন্নবী স্মরণে অডিও অ্যালবাটির নাম রাখা হয়েছে ‘আমার গানের প্রান্তে’। অ্যালবামটিতে গান রয়েছে ১০টি। ফাহমিদা নবী কন্ঠ দিয়েছেন মনে মনের যে কথা, তুমি কখন এসে দাঁড়িয়ে আছ, তোমার দুহাত দিয়ে অন্ধ করে দাও ও বড় একা একা লাগে গানগুলোতে। অন্যদিকে সামিনা চৌধুরী গেয়েছেন ওগো মোর মধুমিতা, আমি আগুনকে ভয় পাই না, অনেক সেধেছি সুর ও তুমি যে আমার কবিতা গানগুলো। এছাড়া দ্বৈতকণ্ঠে তারা গেয়েছেন দিয়েছি মায়ের ¯েœহ এবং সুরের ভুবনে আমি আজও পথচারী গান দুটি। যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন আশু চক্রবর্তী। ফাহমিদা নবী বলেন, কিংবদন্তী শিল্পী মাহমুদুন্নবীর গান গাওয়া অনেক বড় দায়িত্বের। তারপর তিনি আমার বাবা। তার প্রতি ভালোবাসা ভক্তকুলের অন্যরকম। বেঙ্গল ফাউন্ডেশনের এই শ্রদ্ধা নিবেদনকে সম্মান জানাই। তাদের জন্য আমরা দুই বোন বাবার কিছু গান শ্রোতার কাছে তুলে দিলাম। সামিনা চৌধুরী বলেন, মাহমুদুন্নবীর গান গাইবার লোভ বা সাহস যাই বলি না কেন, তা করলাম দুবোন মিলে শুধু বেঙ্গল ফাউন্ডেশনের সুন্দর একটি ইচ্ছাপূরণ করতে। আব্বার স্বর্ণখচিত হাজারো গান থেকে কিছু গান প্রিয় শ্রোতাদের হাতে তুলে দেবার দুঃসাহস করলাম।



 

Show all comments
  • Aminul Haque Koyel ১৬ আগস্ট, ২০১৮, ২:৫০ পিএম says : 0
    অভিনন্দন দুই বোনকে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালবাম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ