Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগঞ্জে আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরন, আহত ১

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ৩:২৯ পিএম

জেলার রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাম্ভ্য প্রার্থী সামছুল হক মিজানের রাঘবপুর পাঁচকুরী পাটওয়ারী বাড়ীর বাসায় সন্ত্রাসীরা বুধবার ভোররাতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় সন্ত্রাসীরা কয়েকটি ককটেলের বিস্ফোারন ঘটায়। সন্ত্রাসীরদের ইটপাটকেল নিক্ষেপের সময় স্থানীয় গ্রাম পুলিশ মোমেন আহত হয়। সৃস্ট ঘটনায় সামছুল হক মিজান বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।
সূত্র জানায়, জেলা আওয়ামীলীগের সিঃসহ-সভাপতি সফিকুল ইসলাম ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. সফিক মাহমুদ পিন্টুকে নিয়ে সামছুল হক মিজান এলাকার স্থানীয় একটি স্কুলে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠান না করার জন্য প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ভাবে তাকে নিষেধ করে ছিলো। যারা অনুষ্ঠান করতে নিষেধ করেছিলো তারই এ হামলা চালিয়ে থাকতে পারে বলে স্থানীয়রা মনে করেন।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ১৫ আগস্ট, ২০১৮, ৭:৩৫ পিএম says : 0
    নেতা তো আর যেই সেই না। কেন হামলা? নেতায় কি বলিতেছেন? এত বড় নেতা। এখন বলেন নেতায় কি করিবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ