বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালের র্যাব-৮ বিকাশের মাধ্যমে সুন্দরবনের নৌদস্যুদের কাছে অর্থ পাচারকারী ও তার সহযোগী সহ দুজনকে আটক করেছে। র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে বিকাশ, রকেট ও শিওর ক্যাশের কাজে ব্যবহৃত সিমসহ ২৯টি মোবাইল সেট এবং ক্যাশ ইন/আউট রেজিষ্ট্রার ও ট্রানজিট রেজিস্ট্রার সহ মোট ১২টি রেজিষ্ট্রার উদ্ধার করেছে। আটককৃতরা হচ্ছে বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর এলাকার রশিদ মোল্লার ছেলে জিল্লুর রহমান ও তার সহযোগী একই উপজেলার মালিডাঙ্গা উপজেলার আব্দুর রহমানের পুত্র মারুফ বিল্লাহ ওরফে সাগর শেখ। র্যাব কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়েছে। বরিশাল র্যাব-৮ এর একটি বিশেষ অভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ আগস্ট বাগেরহাট জেলার রামপাল থানার ফয়লারহাট বাজারে অভিযান চালায়।অভিযানের আগে র্যাবের কাছে তথ্য ছিলো সুন্দরবনের বিভিন্ন জলদস্যু বাহিনীর হাতে আটক এবং জিম্মিকৃত জেলেদের কাছ থেকে আদায়কৃত মুক্তিপণের টাকা ‘মোল্লা টেলিকম’ নামের দোকানে বিকাশ এজেন্টধারীর মোবাইলের মাধ্যমে লেনদেন করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।