চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া এক বিবৃতিতে বলেছেন, হজ্বযাত্রীদের ভোগান্তি দূর করে নির্বিঘে হজ্বে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ৪০ হাজার হজ্বযাত্রীর ভিসা প্রাপ্তির অনিশ্চিয়তা ও বিমানের শিডিউল বিপর্যয়সহ নানান অনিয়ম দূর করে হজ্বে যাওয়ার ব্যবস্থা করতে হবে। নেতৃদ্বয় বলেন, জটিলতার কারণে আল্লাহর মেহমান হাজী সাহেবানরা যেন ভোগান্তিতে পরে সীমাহীন কষ্টের শিকার হতে না হয় সে ব্যবস্থা সরকারকে করতে হবে। তারা বলেন, সংশ্লিষ্টদের ব্যর্থতাসহ নানান অনিয়মের কারণে হজযাত্রীরা এবং তাদের পরিবারের লোকজন উদ্বেগ, উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। যা গভীর উদ্বেগের কারণ। নেতৃদ্বয় বলেন, নানা ব্যর্থতা ও অনিয়ম দূর করে হজযাত্রীদের যথাযথভাবে হজ্বপালনের জন্য সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পাঠানো সরকারের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। এ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
-প্রেস বিজ্ঞপ্তি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।