Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনৈতিক কারণে অনেক মুক্তিযোদ্ধা স্বীকৃতি বঞ্চিত ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ৫:০৭ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ক্ষোভ প্রকাশ করে
বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার লক্ষ্য আজও পূরণ হয়নি। সাম্য মানবিক মর্যাদা ও
ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার ৫২ বছর পরেও লড়াই করতে হচ্ছে। এক শ্রেণির মানুষ
মুক্তিযুদ্ধকে পুঁজি করে সম্পদের পাহাড় গড়তে যখন ব্যস্ত তখনো মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া অনেক মুক্তিযোদ্ধা
রাজনৈতিক কারণে স্বীকৃতি বঞ্চিত রয়েছেন। মুক্তিযুদ্ধের ৯বম সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল এখনো খেতাব
বঞ্চিত। এগুলো আমাদেরকে ব্যথিত ও আন্দোলিত করে। আজ মঙ্গলবার পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয় র‌্যালী পতাকা মিছিল ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়সহ আলোচনা সভার কর্মসূচি গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় ইসলামী আন্দোলন
বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় ১৬ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের
নেতৃত্বে বরিশালে বিজয় র‌্যালী, ঢাকা মহানগরীর উদ্যোগে পতাকা মিছিল, জেলা ও থানা পর্যায়ে আলোচনা সভা
এবং আগামী ১৮ ডিসেম্বর রোববার দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগের আয়োজনে আমন্ত্রিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে মতবিনিময় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির।

 



 

Show all comments
  • শওকত আকবর ১৩ ডিসেম্বর, ২০২২, ৫:১৫ পিএম says : 0
    একটি গুলির শব্দ কর্নকুহুরে ডুকেনি।সে মুক্তি যোদ্ধা।আর মেজর জলিল রাজাকার।কি বলবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী আন্দোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ