Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে শুটারগানসহ দুজন আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ৪:২৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনাপুর বতকপাড়া এলাকা থেকে দুটি শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ দুজন আটক করেছে র‌্যাব। আটককৃতরা হল- সোনামসজিদ বালিয়াদিঘির শাকিব আলীর ছেলে শহিদুল ইসলাম (২২) ও একই এলাকার এজাবুল হকের ছেলে জান্নাতুল হক (২১)। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে র‌্যাবের একটি টহল দল সোনাপুর বকতপাড়ায় অভিযান চালায়। এসময় দুটি শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ শহিদুল ও জান্নাতুলকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ