Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাশটন কুচারের বিপরীতে অভিনয়ের ইচ্ছা নেই মিলা কুনিসের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

হলিউডের অভিনেত্রী মিলা কুনিস জানিয়েছেন তার স্বামী অভিনেতা অ্যাশটন কুচারের বিপরীতে তাকে অভিনয় করতে হবে এমন ধারণা তার কাছে অদ্ভুত বলে মনে হয়। ফক্স টিভি নেটওয়ার্কের সিটকম সিরিজ ‘দ্যাট ‘সেভেন্টিজ শো’তে তাদের প্রথম সাক্ষাত আর অন্তরঙ্গতা হয়েছিল এটা সত্য তবে কুনিস কুচারের সঙ্গে পেশাগতভাবে আবার কাজ করার ব্যাপারে আর আগ্রহী নন। ‘সানডে টুডে উইথ উইলি গাইস্ট’ অনুষ্ঠানে কুনিস জানান তার স্বামীর বিপরীতে অভিনয় করা সম্ভবত আর কখনও ঘটবে না। “আমি তার দিকে তাকাব আর বলব না : “তুমি কী করছ?”তা হতেই পারে না, ব্যাপারটা অদ্ভুত, না, একেবারেই অদ্ভুত, এটা সম্ভব নয়!” তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “এক দৃশ্যে আমি বলেই ফেলেছিলাম প্রায়, ‘আমি বুঝতে পারছি তুমি অভিনয় করছ’ আমি বুঝতে পারছিলাম, আমার মনের ভাব সে বুঝে ফেলছিল আর তার অভিব্যক্তি ছিল : ‘তোমার চেহারা এমন কেন?’”“তখনই আমার উপলব্ধি হয় আমরা এ কাজটি করতে পারব না, আমরা এক দৃশ্যে একসঙ্গে কাজ করতে পারব না। পরস্পরের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারব আমরা কী করছি, সুতরাং তা চালিয়ে যাওয়া কঠিন হবে। কুচার আর কুনিস ২০১৪’র ‘অ্যানি’ চলচ্চিত্রে ছোট ভূমিকায় একসঙ্গে শেষ অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ