Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে চলছে শান্তিপূর্ণ নির্বাচন, নেই ৩০ জুলাইয়ের পরিবেশ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ৩:৪২ পিএম

৩০ জুলাই দাগ কেটে আছে সিলেট নগরবাসীর মনে। সেদিনের ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা ভুলতে পারছেন না নগরের সাধারণ মানুষ। জালভোট, কেন্দ্রদখল, মারামারি কি হয়নি সেদিন। সেদিন এমন বিতর্কিত ঘটনার কারণে স্থগিত হয়েছিল দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ। আজ শনিবার (১১ আগস্ট) শুরু আবার কেন্দ্র দু’টিতে চলছে পুন:নির্বাচন। তবে আজ নেই সেদিনের পরিবেশ।
ভোটগ্রহণের শুরুর দিকে বৃষ্টি বাগড়া দিলেও সাড়ে ১০ টা থেকে পুরোদমে চলছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক স্থগিত কেন্দ্র দু’টিতে। অন্যদিকে সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ১৪টি কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি সন্তোষজনক।
গত ৩০ জুলাই নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল ব্যালট বাক্স ছিনতাই ও দুই পক্ষের সংঘর্ষে। তাই দু’টি ওয়ার্ডের সামগ্রিক ফলাফল আটকে যায়। আটকে যায় মেয়রপদের চূড়ান্ত ফলাফল। কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদের ফলাফল।
আজ শনিবার ভোটগ্রহণ শেষে জানা যাবে সিলেটের নতুন নগরপিতার নাম। ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলরের নাম।
অন্যদিকে সংরক্ষিত ৭ নম্বর আসনের নারী কাউন্সিলর নির্বাচনে চলছে ভোটগ্রহণ। এখানে ৩০ জুলাই চশমা প্রতীকে নার্গিস সুলতানা ও জিপগাড়ি প্রতীকে নাজনীন আক্তার কণার ভোট সমান হওয়ায় পুন:নির্বাচনের প্রয়োজন পড়ে। ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড মিলিয়ে গঠিত সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ১২৩ জন। ১৪টি কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ৯৭টি।
সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানিয়েছেন, সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ১৯ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১১ হাজার ৬২৬ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ১০০ জন ও মহিলা ৫ হাজার ৫২৬ জন।
এই ওয়ার্ডের কেন্দ্রগুলো হচ্ছে হাজী শাহমীর (রহ.) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দিকের ভবন পুরুষদের জন্য; নারীদের জন্য পশ্চিম পার্শ্বের ভবন। বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পুরুষদের জন্য; নারীদের জন্য দর্জিপাড়া সার্ক ইন্টারন্যাশনাল কলেজের কেন্দ্র।
২০ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১০ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৪২৯ জন ও মহিলা ভোটার ৫ হাজার ১৩৫ জন। এই ওয়ার্ডের ভোটকেন্দ্রসমূহ হচ্ছে টিলাগড় এমসি কলেজে পুরুষ ও নারীর জন্য পৃথক পৃথক কেন্দ্র। দেবপাড়া নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর দিকের ভবনে পুরুষদের জন্য ও দক্ষিণ পার্শ্বে নারীদের জন্য। সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় নারী ও পুরুষ ভোটকেন্দ্র।
২১ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১১ হাজার ৯৩৩ জন। পুরুষ ৬ হাজার ৩৪ জন ও মহিলা ৫ হাজার ৮৯৯ জন। ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলো হচ্ছে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় নারী ও পুরুষ ভোটকেন্দ্র, কালাশীল চান্দুশাহ জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসায় পুরুষ ও নারীদের জন্য। সোনারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শিবগঞ্জ স্কলার্সহোম প্রিপারেটরি স্কুলে পুরুষ ও নারী ভোটকেন্দ্র।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে নিরাপত্তা জোরদার রয়েছে। ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা মাঠে কাজ করছেন। এদের সাথে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও কাজ করছে। ৭ নম্বর ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে আরও তিন প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ২ হাজার ২২১ জন; আর হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ২ হাজার ৫৬৬ জন। সব মিলিয়ে এই দুই কেন্দ্রে ভোটের ৪ হাজার ৭৮৭ জন।
নির্বাচন কমিশন স্ত্রূ জানিয়েছে, ১৩২টির ঘোষিত ফলাফলে আরিফুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আর বদরউদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। তাদের ভোটব্যবধান স্থগিত কেন্দ্রের ভোটসংখ্যার চেয়ে কম। তাই কেন্দ্র দু’টিতে পুনঃনির্বাচন করতে হচ্ছে কমিশনকে। ১৩২ কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী আরিফ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেটে

১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ