Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মহত্যার কারণে বেশি সেনা হারাচ্ছে ভারত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

শত্রুর হাতে ভারত যত সেনা না হারাচ্ছে, তার চেয়ে বেশি হারাচ্ছে সেনাদের আত্মঘাতী হওয়ার প্রবণতার কারণে। গত চার বছরে ৪৩৭ সেনা আত্মঘাতী হয়েছে। অন্যদিকে বিভিন্ন অপারেশনে নিহত হয়েছে ২৩৭ জন। এদের মধ্যে আন্তসীমান্ত গোলাগুলি ও বিমান বিধ্বস্ত হয়ে নিহতরাও রয়েছে। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ ভামরে বলেন যে সেনাবাহিনীতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। গত চার বছরে সেনাবাহিনীর ৩৪০, নৌবাহিনীর ১৮ ও বিমানবাহিনীর ৭৯ সদস্য আত্মহত্যা করেছে। বিভিন্ন সরকার নানা ব্যবস্থা নেয়ার পরও সশস্ত্র বাহিনীতে আত্মহত্যার প্রবণতা বন্ধ হচ্ছে না বলেও তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকার সেনাদের মধ্যে স্ট্রেস কমিয়ে মনোবল বাড়ানোর জন্য নানা ব্যবস্থা নিয়েছে। এসব ব্যবস্থার মধ্যে পোশাক, খাবার, পরিবারের বাসস্থান, যাতায়াত সুবিধা, স্কুলিং ও বিনোদন সুবিধা বৃদ্ধি এবং নিয়মিত কল্যাণ বৈঠকের আয়োজ রয়েছে। স্ট্রেস ব্যবস্থাপনার জন্য যোগ ও মেডিটেশনের ব্যবস্থা করা হচ্ছে। সেনাদের মধ্যে মানসিক পীড়ন কমিয়ে আনতে নর্দান ও ইস্টার্ন কমান্ডে ‘এমআইএলএপি’ ও ‘এসএএইচওয়াইওজি’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, পেশাদার কাউন্সিলিং প্রদানের জন্য সেনা ও বিমানবাহিনীতে ‘মানসিক স্বাস্থ্য হেল্পলাইন’ খোলা হয়েছে। প্রি-ইন্ডাকশন প্রশিক্ষণকালে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হয়। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ