Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে বাংলা মদসহ আটক ৪

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ৩:১০ পিএম

দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় উপজেলার নাকাপ স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রামগড়-খাগড়াছড়ি সড়কে ৪ নারীর বহনকৃত ব্যাগ তল্লাশি করে ৪১টি স্যালাইনের প্যাকেটে মোড়ানো দেশীয় তৈরী ৪১ লিটার মদ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।
পুলিশ ও স্থানিয়রা জানান, মঙ্গলবার রাতে পুলিশের একটি দল ৪ মহিলার বাজার ব্যাগ তল্লাশি করলে এসব মদ পাওয়া গেলে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, নোয়াখালী জেলার সুধারাম থানার ছালেহপুর সুবর্ণচর গ্রামের আজাদ মিয়া স্ত্রী মুন্নি আক্তার (৪০), চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার কর্ণেল হাট এলাকার জসিম উদ্দিনের স্ত্রী শামসুন্নাহার পারভীন (৩৭), অপর দুইজন রাঙ্গামাটি জেলার কাউখালী থানার মারমা পাড়ার নিজাই মং মারমার স্ত্রী মায়াবী মারমা (৪০) এবং মথৈ চিং মারমার স্ত্রী মাসাং মারমা।
রামগড় থানা অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি জানান, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ