বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পিরোজপুর মোড় এলাকা থেকে ৪০০ বোতল ফেনসিডিল ও একটি মিশুকসহ দুজন আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়ার তসলিম উদ্দিনের ছেলে তোজাম্মেল হক (৩২) ও মিশুক চালক পিরোজপুর গ্রামের
মৃত কুতুব উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৪২)। শিবগঞ্জ থানার এসআই রিপন কুমার জানান, ফেনসিডিল বহন করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে পিরোজপুর মোড়ে অভিযান চালিয়ে একটি মিশুকে বস্তায় রক্ষিত ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তোজাম্মেল ও মিশুক চালক আনারুলকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।