মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিরোধীদের কার্যতঃ বোকা বানিয়ে, প্রযুক্তির সাহায্য নিয়ে পাকিস্তানের নির্বাচনে ইমরান খান বাজিমাত করেছেন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, নির্বাচনের প্রচার পর্ব থেকেই একটি বিশেষ মোবাইল অ্যাপ ব্যবহার করতেন পিটিআই-এর নেতা, সদস্য সমর্থকরা। যাতে একসঙ্গে স্টোর করে রাখা যেত প্রায় ৫০ মিলিয়ন ভোটারের তথ্য। নির্বাচনের সময় এ তথ্যকেই কাজে লাগিয়েছে ইমরানের দল। ফলও মিলেছে হাতেনাতে।
পিটিআই শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, এ অ্যাপটিতে রয়েছে কনস্টিচুয়েন্সি ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)। যা একটি মার্কিন সংস্থার তৈরি করা। পিটিআই এ সফটওয়্যারটি প্রথম ব্যবহার করে ২০১৫-র স্থানীয় নির্বাচনে। সেখানেও বাজিমাত করে ইমরানের দল। এরপর সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে প্রতিটি প্রার্থী ও কর্মকর্তাকে এই অ্যাপের ব্যবহার শেখানো হয়। তবে বেশ সতর্ক ছিলেন পিটিআই নেতৃত্ব। জানা গেছে, অ্যাপ দ্বারা সংগৃহীত তথ্যের ভিত্তিতে ফল ঘোষণার আগেই জয়ের আভাস পেয়েছিলেন ইমরান খান। - রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।