বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কয়রায় মজিবার সানা (৬৮) নামের ১ ব্যাক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে এলাকাবাসি। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেকাটি গ্রামে তার নিজের বসতবাড়িতে। কয়রা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মোস্তফা হাবিবুল্যাহ জানায়, গত শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে মজিবার সানা তার নিজবাসভবনে রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। সেখান থেকে রাত ১১ টার দিকে তার স্ত্রী দেখে স্বামী পাশে নেই। খোজ নিয়ে তাকে ঘরের বারান্দায় পড়ে থাকতে দেখে। পরে তার সন্তানরা সহ এলাকবাসি এসে ঘরের বারান্দা থেকে গলা কাটা অবস্থায় তার দেহ উদ্ধার করে। তাৎক্ষনিক মজিবার সানাকে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসির ধারনা জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। অন্যদিকে সে ষ্ট্রোকজনিত কারনে মানসিক ভারসম্য রোগী ছিল বলে জানা গেছে। কয়রা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, তাকে হত্যা করা হয়েছে নাকি সে নিজেই আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের ডি-সার্কেল মোঃ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।