মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মন্ত্রিদের আবাসিক এলাকা ‘মিনিস্টার এনক্লাভ’র একটি বাড়িকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খানের আবাসিক কার্যালয় হিসেবে ঘোষণার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক ডন এ খবর জানিয়েছে। নির্বাচনের পর বিজয় ভাষণে ইমরান খান ঘোষণা দেন, তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবেন না। তার দল পরবর্তীতে ওই ভবনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এই পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনে ইমরান খানের বিজয়ের কিছুক্ষণ পরই রাজধানী পুলিশ ও জেলা প্রশাসন পিটিআই প্রধানের জন্য ভিভিআইপি প্রটোকল ও নিরাপত্তা দেওয়া শুরু করেছে। এছাড়া তার বাসভবন বানিগালায়ও নিরাপত্তা জোরদার করা হয়। এজন্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ওয়াকার আহমেদ চৌহানসহ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা ইমরান খানের বানিগালা বাসায় যান। তারা ওই বাসভবন ও পাহাড়সহ আশেপাশের এলাকা জরিপ করেন। পুলিশ কর্মকর্তারা বলেন, সেখানে পরবর্তী প্রধানমন্ত্রীর কার্যক্রম চালানোর জন্য মানসম্মত নিরাপত্তা দেওয়ার সুযোগ নেই। তারপরও তারা সেখানকার নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। পুলিশ কর্মকর্তা ছাড়াও ইমরান খানের বানিগালা বাসভবন ও সেখানে যাওয়ার সড়কে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আশেপাশের পাহাড়েও অশ্বারোহী সেনাদল মোতায়েন করা হয়েছে। কর্মকর্তারা ডন’কে বলেন, প্রথম দিকে বানিগালাকেই ইমরান খানের আবাসিক কার্যালয় হিসেবে ঘোষণার কথা ভাবা হয়েছিল। তবে ইমরান খান বানিগালাকে তার আবাসিক কার্যালয় ঘোষণা করতে রাজি হননি। পরে তাকে মন্ত্রিদের আবাসিক এলাকার একটি বাড়িসহ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়। ইমরান খান সবচেয়ে নিম্নমানের বাড়ির ব্যবস্থা করতে বলেছিলেন। মিনিস্টারস এনক্লাভে সর্বনিম্নমানের বাসা হলো ফ্ল্যাট। কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর প্রটোকলসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। তাই জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানকার একটি বাড়িকে প্রধানমন্ত্রীর আবাসিক কার্যালয় হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন। পরে ইমরান খান তাতে রাজি হন। দ্য ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।