Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএল’র ষষ্ঠ আসরের পর্দা উঠবে জানুয়ারিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট-বিপিএলের ষষ্ঠ আসরের পর্দা উঠবে ৫ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের আসর অক্টোবর থেকে পিছিয়ে জানুয়ারিতে নির্ধারণ করা হয়।
গতকাল রোববার সন্ধ্যায় মিরপুর বিসিবি কার্যালয়ে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে সভা শেষে এ ঘোষণা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ৩৪ দিনের এই টুর্নামেন্ট শেষ হবে ৮ ফেব্রæয়ারি। তিনি আরো জানান এবারের বিপিএলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দেশি-বিদেশিসহ মোট ৪ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। আর ভেন্যু হিসেবে থাকবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের স্টেডিয়ামগুলো। এছাড়া অক্টোবরে প্লেয়ার ড্রাফট করা হবে।
বিপিএলে অংশ নেয়া বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সত্বাধিকারীই সংসদ সদস্য। খোদ বিসিবি সভাপাতি নাজমুল হাসান পাপনও একজন সংসদ সদস্য। খুলনা টাইটান্সের সত্বাধিকারী কাজী ইনাম আহমেদ যশোর আসনের সাংসদ কাজী নাবিল আহমেদের ভাই। অবধারিতভাবেই তিনি নির্বাচনের দুই মাস আগে বিপিএলে সময় দিতে পারবেন না।
একই কারণে আগের অক্টোবরে ঘোষিত সময়ে ব্যস্ত সময় কাটাবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের সত্বাধিকারী আহম মোস্তফা কামাল ও সিলেট সিক্সার্সের আবুল মাল আব্দুল মুহিতও।
তবে প্রতিটি দল কতজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবেন তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি। পরবর্তী কোনো সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ