মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৬০ বছর বয়সী এক ব্যক্তি তার বাবা, সৎ মাসহ চারজনকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। শুক্রবার সন্ধ্যায় রবসটাউনের রেটামা ম্যানর নার্সিং সেন্টার এবং কাছের একটি বাড়িতে এই হত্যাকানন্ড ঘটে। স্থানীয় পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, যাকে এই হত্যাকান্ডের জন্য দায়ী করা হচ্ছে, সেই রিচার্ড স্ট্যারিকে ওই নার্সিং হোমের একটি কক্ষে বাবা আর্নেস্ট স্ট্যারি ও সৎ মা থেলমা মোন্টালভোর লাশের পাশে মৃতু অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেনান্ট এনরিক পারেদেস জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ওই নার্সিং হোমে যায় এবং একটি কক্ষে ওই তিনজনের গুলিবিদ্ধ লাশ পায়। এর মধ্যে রিচার্ডের হাতের কাছে একটি পিস্তল ছিল। ৮৫ বছর বয়সী আর্নেস্ট স্ট্যারি ওই নার্সিং হোমেই থাকতেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।