Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেনশনে ফিরিয়ে আনা প্রসঙ্গে

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

শতভাগ পেনশন সমর্পণকারীরা পেনশনে পুনঃস্থাপনের উদ্দেশ্যে সুপারিশ প্রণয়নের জন্য অর্থ মন্ত্রণালয় কর্তৃক গত ২৯/১১/২০১৭ তারিখে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি এরই মধ্যে তাদের সুপারিশ প্রণয়ন করেছে, যার বিস্তারিত জানা না গেলেও তা পেনশন সমর্পণকারীদের পেনশনে পুনঃস্থাপনের অনুক‚লে বলে জানা যায়। কমিটির সুপারিশে যাই থাক না কেন, ১০-১২ বছর বা তারও আগে যারা অবসর গ্রহণ করে এককালীন কিছু অর্থ পেয়েছিলেন তার খুব অল্পই এখন তাঁদের হাতে অবশিষ্ট আছে, যার মুনাফায় দু-একজনের সংসার চালানোও অসম্ভব। এরই মধ্যে অনেকে মৃত্যুবরণ করেছেন, যাঁদের বিধবা স্ত্রীরা আরো অসহায় জীবন যাপন করছেন। আশা করব সরকার বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনায় এনে এ অর্থবছরে জুলাই ২০১৮ থেকে প্রবীণ পেনশন সমর্পণকারী এবং যাঁরা মারা গেছেন তাঁদের পরিবারকে পেনশনে পুনঃস্থাপনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওয়াহিদুল ইসলাম আখন্দ
সেনপাড়া পর্বতা, ঢাকা।



 

Show all comments
  • Md Ali Haider ৩০ জুলাই, ২০১৮, ৭:৪০ এএম says : 0
    মামার বাড়ির আবদার! আপনারা পেনসন নিবেন না বলেই একবারে সব টাকা তুলে নিয়েছেন,। এখন সেই টাকা খরচ করে পেনসন দেয়ার আবদার করছেন কোন যুক্তিতে? নগদটাকা যে একদিন শেষ হয়ে যাবে, তা আপনাদের অাগেই বুঝা উচিত ছিল। যে লক্ষ লক্ষ টাকা এককালীন নিয়েছিলেন তা কি ফেরত দিবেন? যারা এককালিন লক্ষ লক্ষ টাকার লোভ সামলিয়ে মাসিক পেনসন রেখেছেন,তাহলে তাদের কি সেই টাকা দেয়া হবে? যারা স্বেচ্ছায় মাসিক পেনসন বর্জন করেছেন,তাদের প্রতি সরকারের কোনো দায় নেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেনশন

২১ অক্টোবর, ২০২২
২৪ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন