বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার নাম ভাঙিয়ে ‘দলীয় পদ ও মনোনয়ন’ পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মাহনগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলÑ নাদিয়া সুলতানা ও মোহাম্মদ আলী। তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন, বেশ কয়েকটি সিম কার্ড ও দু’টি বিকাশ নম্বর উদ্ধার করা হয়। তারা সম্পর্কে আপন ভাই-বোন। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ২১/২ গোপীবাগের একটি বাসা থেকে ডিবির পূর্ব বিভাগের একটি দল তাদেরকে গ্রেফতার করে। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।
তিনি বলেন, তারা দু’জন আপন ভাই-বোন হলেও দীর্ঘদিন ধরে মন্ত্রী, এমপি, সরকারি আমলা ও ব্যবসায়ীদের কাছ থেকে পদ-পদবী দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ক্ষেত্রে তারা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপের নাম ব্যবহার করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থ আদায়ের কথা স্বীকার করেছে তারা। তবে কতজনের কাছ থেকে কি পরিমাণ টাকা আদায় করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এ চক্রে তারা কেবল দু’জন নয়। আরও অনেকে থাকতে পারে। জিজ্ঞাসাবাদ আর কারো তথ্য পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হবে।
এ বিষয়ে ড. আব্দুস সোবহান গোলাপ বলেন, চক্রটি আমার নাম ব্যবহার করে উচ্চ পর্যায় থেকে বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করছিল। আওয়ামী লীগের সহ-সম্পাদকের পদ দেওয়ার কথা বলে বিকাশসহ বিভিন্ন মাধ্যম কয়েকজনের কাছ থেকে টাকা আদায় করেছে। বিষয়টি আমার নজরে আসায় আমি চক্রের ব্যবহৃত কিছু মোবাইল নম্বর আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করি। পরবর্তীতে তারা নম্বর ট্র্যাকিং করে তাদের দু’জনকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।