Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাকৃতিক দুর্যোগের পর যৌন নির্যাতন বাড়ে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

প্রাকৃতিক দুর্যোগের পর যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়ে। দুর্যোগ পরবর্তী ধকল, অর্থনৈতিক টানাপোড়েন এবং অন্যান্য কারণে এ ধরনের সহিংসতা বেড়ে যায়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি ঝড় ও বন্যায় আক্রান্ত ইন্দোনেশিয়া, লাওস ও ফিলিপাইনের প্রায় ১ হাজার ৮০০ ব্যক্তিদের মধ্যে একটি জরিপ চালায়। পূর্বে একই বিষয়ে অষ্ট্রেলিয়া, কানাডা, জাপান, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রে পরিচালিত গবেষণার ওপর ভিত্তি করে এ জরিপ চালানো হয়। রেডক্রসের মুখপাত্র ম্যাথিউ কোচরেইন ভয়েস অব যুক্তরাষ্ট্রকে জানান, জরিপে অংশ নেয়া ব্যক্তিরা জানিয়েছেন, তারা দুর্যোগ পরবর্তী পারিবারিক সহিংসতা ও বাল্য বিবাহের শিকার হয়েছেন। অনেকে পাচার হওয়ার আশঙ্কার কথা বলেছেন। তিনি বলেন, ‘এটা স্পষ্টত যে, দুর্যোগ কখনও যৌন ও লিঙ্গভিত্তিক বৈষম্য তৈরি করে না, পরিবেশ তৈরি করে মাত্র। দুর্যোগ পরবর্তী বিভিন্ন ধকল, আর্থিক টানাপোড়েন ও অন্যান্য কারণে এরকম পরিবেশ তৈরি হয়ে যায়।’ দুর্যোগ পরবর্তী সহিংসতা মোকাবেলায় কী করণীয়, সে বিষয়টিও উঠে এসেছে গবেষণায়। রেডক্রস ফেডারেশন বলছে, দুর্যোগ পরবর্তী এ ধরনের সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। গবেষণায় বলা হচ্ছে, দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্রগুলোতে নারী ও পুরুষদের জন্য আলাদা জায়গা, আলাদা টয়লেট স্থাপন ও পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা থাকতে হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্যাতন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ