Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবারের দাবি পরিকল্পিত হত্যা নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 সীতাকুÐে নিখোঁজের দুইদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে কুমিরা খাল থেকে সোনাপাড়া গ্রামের ছগির আহমদের পুত্র রাহাতের (১৩) লাশ উদ্ধার করা হয়। সে কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। লাশ উদ্ধার হওয়ার পর নিহতের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যাকাÐ দাবি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বন্ধুদের সাথে গোসল করার জন্য খালের পানিতে নামে রাহাত। এরপর সে পানিতে ভেসে যায় বলে জানায় তার বন্ধুরা। খবর পেয়ে কুমিরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে অভিযানে বুধবার বিকেল পর্যন্ত তার সন্ধান না পেয়ে অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়। গতকাল বেলা ২টায় কুমিরা খালের পুরোনো ¯øুইচ গেট এলাকায় রাহাতের লাশ ভেসে উঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ