বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহ.) ৫৯তম সালানা ওরস মাহফিল জামেয়ার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলামে সভাপতিত্বে বুধবার রাতে জামেয়া ময়দানে অনুষ্ঠিত হয়। এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। মাহফিলে বক্তাগণ বলেন, সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি প্রতিষ্ঠিত জামেয়া মাদরাসা এখন মুসলিম ঐক্যের প্রতীক। এই মাদরাসা থেকে শত শত আলেম তৈরী হয়ে দেশ ও ইসলামের খেদমত করছে। পীর-মাশায়েখদের আদর্শ অনুসরনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলেও মন্তব্য করেন তারা।
এতে ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সিরাজুল হক, গাউছিয়া চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী, আল্লামা কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, হাফেয মুহাম্মদ সোলাইমান আনসারী, মাওলানা হাফেয মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, মাওলানা সৈয়্যদ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদিউল আলম রেজভী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জামেয়ার আরবী প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মাদ আনিসুজ্জামান। জামেয়ার অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।