নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা হবে এবার দেশের আটটি ভেন্যুতে। লিগের গত আসরে খেলা হয়েছিল মাত্র একটি ভেন্যুতে। তখন অংশ নেয়া ১২টি দলই খেলেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এবার তা আর হচ্ছেনা। লিগের একাদশ আসরের খেলা গড়াতে আটটি মূল ভেন্যু নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেনশন (বাফফে)। এছাড়া একটি বিকল্প ভেন্যুও থাকছে। আট ভেন্যুর যে কোন একটিতে সমস্যা হলে বিকল্প ভেন্যুতে খেলা হবে। বাফুফে সুত্র জানিয়েছে, সমস্যা যতই থাকুক নিদেন পক্ষে পাঁচটি ভেন্যুতে খেলা হবেই।
নতুন ফুটবল মৌসুমকে সামনে রেখে ২৫ জুলাই শুরু হয়েছে বিপিএলের দলবদল। ২০ অক্টোবর ফেডারেশন কাপ দিয়ে এবারের ঘরোয়া মৌসুম মাঠে গড়ালে ২৩ নভেম্বর শুরু হবে লিগ। কিন্তু শুরুর দিনেই দলবদলের সময় বাড়ানোর দাবী জানায় চার ক্লাব। যদিও বাকি নয়টি ক্লাবের পক্ষ থেকে এই দাবীর সঙ্গে সম্পৃক্ততার কোন খবর পাওয়া যায়নি। বিপিএলে এর আগে সর্বোচ্চ পাঁচটি ভেন্যুতে খেলা হলেও এবারই সর্বাধিক আটটি ভেন্যু নির্ধারণ হয়েছে। ১৩ ক্লাব এই ভেন্যুগুলোকে ভাগ করে নিয়েছে। আরামবাগ ক্রীড়া সংঘ ও সাইফ স্পোর্টিং ক্লাব ময়মনসিংহ স্টেডিয়ামকে এবং ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে নিয়েছে। এছাড়া কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামকে রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন, গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়ামকে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, নীলফামারী স্টেডিয়ামকে বসুন্ধরা কিংস, নোয়াখালী স্টেডিয়ামকে নোফেল স্পোর্টিং ক্লাব, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামকে চট্টগ্রাম আবাহনী এবং রাজশাহী স্টেডিয়ামকে টিম বিজেএমসি নিজেদের হোম ভেন্যু নির্ধারণ করেছে। বিকল্প ভেন্যু হিসেবে রাখা হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামকে। বিকল্প ভেন্যু বাদে আটটি স্টেডিয়ামের মধ্যে অন্তত পাঁচটিতে সব সময় খেলা হবে বলে বাফুফের বিস্বস্ত সুত্র জানায়।
ম্যাচের দিনক্ষণেও পরিবর্তন আনা হয়েছে। আগে সপ্তাহের প্রায় প্রতিদিনই খেলা থাকলেও মাঝে মাঝে সরকারী ছুটির দিনেও খেলা থাকতো না মাঠে। কিন্তু এবার নিয়মের হেরফের করা হয়েছে। লিগ কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার, শনি ও রোববার- সপ্তাহের এই তিনদিন খেলা হবে। বাকি চারদিন খেলোয়াড়দের যাতায়াত ও অনুশীলনের জন্য বরাদ্দ রাখা হবে। আগামী সোমবার সভায় বসতে পারেন লিগ কমিটির কর্মকর্তারা। সেখানেই সব কিছু চূড়ান্ত হবে।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুর্ভাবনায় পড়েছেন ক্লাব কর্মকর্তারা। এ বিষয়ে বাফুফে সাধারন সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘লিগে নির্বাচনের প্রভাব পড়বে না। ঢাকার বাইরে খেলা হলে স্থানীয় ডিএফএ’র সহযোগিতা চাওয়া হবে। তাই খুব একটা সমস্যা হবে না বলেই আমরা মনে করছি। তাছাড়া চারজন বিদেশীর ব্যাপারে কথা উঠেছে। এরমধ্যে একজন এশিয়ান কোটা ও বাকিগুলো অন্যদেশের। চারজন বিদেশী নিবন্ধন করলেও খেলতে পারবেন তিনজন। তবে যদি ক্লাবগুলো চায় চারজন বিদেশী খেলাতে, সেক্ষেত্রে সবাই এক হয়ে দাবী জানাতে হবে। কারণ লিগের সবকিছুই নির্ভর করছে তাদের চাহিদার উপরেই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।