Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারকাশিল্পীদের নিয়ে সুজন-রিছিল জুটির দেশের গানের অ্যালবাম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

সাবিনা ইয়াসমিন, কুমার বিশ^জিত, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, প্রিয়াংকা গোপসহ দেশের শীর্ষ ১০ কণ্ঠশিল্পীকে নিয়ে প্রস্তুত হচ্ছে দেশের গানের অ্যালবাম। সবগুলো গান লিখেছেন কবি সুজন হাজং। সুর ও সঙ্গীতায়োজন করছেন যাদু রিছিল। অ্যালবামের দুটি গানের রেকর্ডিং হয়ে গেছে। ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী আলাদা দুটো গানে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশ’ ও ‘বাংলার আকাশ’ শিরোনামের সে গান নিয়ে যাদু রিছিল জানান, বেশ সময় নিয়ে তারা গান দুটিতে কণ্ঠ দিয়েছেন। যাদু রিছিল বলেন, কবি সুজন হাজং চমৎকার কিছু গীতিকবিতা লিখেছেন। যাদের কণ্ঠে গানগুলো রেকর্ড করতে চাচ্ছি, তারা সবাই দেশের শীর্ষ শিল্পী। তিনি বলেন, রোমান্টিক গান-কবিতা লেখা হয়েছে বেশ। এবার দেশের জন্য কিছু করার চিন্তা থেকেই এই দেশাত্মবোধক গানের অ্যালবামটা করছি। আমার পছন্দের শিল্পীরাই কণ্ঠ দিচ্ছেন। ভালো লাগছে। সুজন-রিছিল জুটি জানান, রুনা লায়লা, জেমস, শাকিলা জাফর, এসআই টুটুলসহ আরো বেশ কয়েকজন শীর্ষ কণ্ঠশিল্পীর সঙ্গে তারা কথা বলছেন। অ্যালবামের কণ্ঠশিল্পীর তালিকায় তারাও যোগ হতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালবাম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ