Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

শাহজালালে ২০ লাখ টাকার বিদেশি ওষুধসহ নারী আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি ওষুধসহ শিরিন আক্তার নামে এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এসব ওষুধ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, গতকাল সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে (ইকে-৫৮২) করে ওই নারী ঢাকায় আসেন। পরে চার নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিনচ্যানেল অতিক্রমের তাকে তাকে তল্লাশী করা হয়। এ সময় লাগেজের ব্যাগের ভেতরে ৬ ধরণের ৪ হাজার ৫৭৩টি বিভিন্ন ধরণের ওষুধ, ইনজেকশন, ইনসুলিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ