মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টরেন্টোর মিসিসাগাতে একটি মুসলিম পরিবারের ওপর হামলা চালিয়েছে দুইজন শ্বেতাঙ্গ পুরুষ। হামলায় মারাত্মকভাবে আহত মুসলিম পিতাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র রাখা হয়েছে। এটি একটি মুসলিম-বিরোধী ঘৃণা অপরাধ ছিল বলে পুলিশের তদন্তে ওঠে এসেছে। সম্প্রতি টরেন্টোর বাইরে মিসিসাগাতে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোহাম্মদ আবু মারজুক (৩৯) তার স্ত্রী এবং তাদের চার ও ছয় বছর বয়সী দুই মেয়েকে নিয়ে মিসিসাগাতে একটি কমিউনিটি সেন্টারে পিকনিক অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল। এসময় দুইজন পুরুষ তাদের গাড়ির কাছে এসে তাদের ‘সন্ত্রাসী’ বলে চিৎকার শুরু করে। তারা গাড়িতে লাথি মারতে শুরু করলে মারজুক বাইরে বেরিয়ে আসেন। পরে হামলাকালীরা তার ওপর আক্রমণ করেন। তার স্ত্রী দিয়ানা আতার হামলা থামানোর জন্য তাদের প্রতি হাতজোড় করে অনুরোধ করেন, কিন্তু তারা এতে কর্ণপাত না করে হামলা চালাতে থাকে। তারপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তারা সাহায্যের জন্য এগিয়ে আসেন। ‘প্রাপ্ত তথ্যের আলোকে শুরুতে মনে হয়েছিল এটি রাস্তার তাৎক্ষণিক কোনো ক্রোধের ফল। ব্যাপক তদন্তের পর এটি একটি ঘৃণা অপরাধ হিসেবে প্রমাণ হয়েছে। আনাদুলো এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।