Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ পরিদর্শক খুন, আরও ৪ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১:২৩ পিএম
পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে একজন গ্রেপ্তার হয়েছিল।
 
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে গ্রেপ্তার চারজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
 
৮ জুলাই অফিস শেষে বিকেলে বাসাবোর বাসায় ফেরেন মামুন। সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান। রাত ১২টায়ও বাসায় ফেরত না আসায় তার বড় ভাই জাহাঙ্গীর আলম খান তাঁকে (মামুন) ফোন দিলে মোবাইল বন্ধ পান। ৯ জুলাই সকালে জাহাঙ্গীর সবুজবাগ থানায় গিয়ে এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরের দিন গাজীপুরের কালীগঞ্জ থানার উলখোলার বাইরদিয়া রাস্তার পাশের বাঁশঝাড়ে মামুনের পোড়া লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার ভাই জাহাঙ্গীর বনানী থানায় একটি মামলা করেন। ওই দিন সন্ধ্যায় রহমতউল্লাহ নামের একজনকে গ্রেপ্তার করে ডিবি।
 
মামুন (৩৪) ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইনটেলিজেন্স পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার কলাকুপা এলাকায়। তিনি ২০০৫ সালে পুলিশে যোগ দেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ