বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ-সউদী আরব সংসদীয় মৈত্রী গ্রæপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বজলুল হক হারুন বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে চলেছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে আছে, ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে। তিনি বলেন, দলের ভিতরে ঐক্যের বিকল্প নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীককে বিজয় করে আনতে হবে এবং তৃণমূল পর্যায়ে ভোটারদের উদ্বুদ্ধ করে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয় করতে হবে।
তিনি গতকাল বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া সিকদার, জেলা শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ মোঃ মুজিবুল হক কামাল, রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ এ.এইচ.এম খাইরুল আলম সরফরাজ।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, ঝালকাঠি জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ রেজাউল করিম জাকির। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদারের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আগামী সংসদ নির্বাচনে আলহাজ বজলুল হক হারুন এমপিকে মনোনয়ন দেওয়ার জন্য নেতাকর্মীরা দাবি করেন। কারণ তাদের দাবি বর্তমানে সাধারণ মানুষ জান ও মালের নিরাপত্তাসহ সুখে-শান্তিতে বসবাস করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।