বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডিবি পরিচয়ে বাসায় ঢুকে এক কলেজছাত্রীকে ধর্ষণ ও আরেকজনকে শ্লীলতাহানির মামলায় পাঁচ বখাটেকে তিন দিনের রিমোন্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গতকাল (সোমবার) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, তদন্তকারী কর্মকর্তা পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রিমান্ড শুনানিতে শাহাবুদ্দিন বলেন, পাঁচ আসামি তিনটি সুনির্দিষ্ট গুরুতর অপরাধ করেছেন। তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে হত্যার হুমকি দিয়েছেন ও চাঁদা দাবি করেছেন। একজন কলেজছাত্রীকে ধর্ষণ করে সেটা ভিডিও করে ফেসবুকে প্রচারের হুমকি দিয়েছেন। আরেকজন ছাত্রীকে ধর্ষণের জন্য টানাহেঁচড়া করেছেন। তারা হলেন- সাইমুন ইসলাম সাকিব (২২), মোঃ মহিউদ্দীন (২২), আসিফ ইকবাল (২৫), রাজবির হোসেন নয়ন (২২) ও মোশারফ হোসেন আকাশ (২২)। গত শুক্রবার ভোরে তাদের বাদুর তলা থেকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।