পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চাহিদামতো টাকা দিতে না পারায় চিকিৎসাধীন দুই যমজ শিশুকে এনআইসিইউ থেকে বের করে দেওয়ার পর এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর শ্যামলী এলাকার ‘আমার বাংলাদেশ’ হাসপাতালের পরিচালক গোলাম সারওয়ারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তী দুই দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের সময় গোলাম সারোয়ারের মালিকানাধীন হাসপাতালটির বিভিন্ন অনিয়ম দেখতে পান র্যাব সদস্যরা।
এদিকে, চিকিৎসা না পেয়ে মারা যাওয়া শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে শিশুটির ময়নাতদন্ত করা হয়। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা তার ময়নাতদন্ত করেন।
মর্গ সূত্রে জানা গেছে, মৃতের রাসায়নিক পরীক্ষার জন্য ভিসেরা, হার্ড, লাং সংগ্রহ করা হয়েছে। এর আগে মোহাম্মদপুর থানার এসআই সাইফুল ইসলাম শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।