বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (৬ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা তারেকুল তৌফিক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাসের আদালতে ৩ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রুমন উপজেলার দক্ষিণ ধুমাইটারী গ্রামের আনজু মিয়ার ছেলে।
এর আগে গত ২৫ জুন রাতে রুমন সরকার প্রধানমন্ত্রীর কন্যা পুতুলকে নিয়ে মানহানিকর কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল মেহেদী রাসেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১ ধারায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ২৬ জুন বিকালে সুন্দরগঞ্জ বাজার থেকে রুমন সরকারকে গ্রেফতার করে। পরদিন থানা পুলিশ গ্রেফতারকৃত রুমন সরকার রনিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। থানা পুলিশ পরিদর্শক তেদন্ত) এমএ আজিজ রুমন সরকার রনির দুই দিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।