মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সের ফুটবল ভক্ত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জাতীয় দলের সাফল্যে স্টেডিয়ামে দাঁড়িয়ে উল্লাস করছেন এমন একটি ছবি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। রোববার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা উপভোগ করেন ৪০ বছর বয়সী ফরাসি প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচের পাশে বসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি দেখেন ম্যাখোঁ। খেলার এক পর্যায়ে ফ্রান্স গোল দেওয়ার পর গ্যালারির স্ট্যান্ডে দাঁড়িয়ে ম্যাখোঁকে শরীর ঝাঁকিয়ে হাত ছুড়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। খেলার চূড়ান্ত বাঁশি বাজার পর ট্রফি প্রদান অনুষ্ঠানে পুতিন ও কোলিন্দার সঙ্গে মাঠে সাজানো মঞ্চে আসনে ম্যাখোঁ। এ সময় মুষলধারে বৃষ্টি শুরু হলে প্রেসিডেন্ট ম্যাখোঁ কাক ভেজা হয়ে যান। এক সহকারী পুতিনের মাথার ওপর ছাতা ধরে রাখলেও ভিজতে থাকেন ম্যাখোঁ ও কোলিন্দা। খেলা শেষ হওয়ার পর এক শব্দের এক টুইটে ফ্রান্সের ফুটবল বিশ্বকাপ জয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট; ফরাসি ভাষায় লিখেন ‘ মেসি’, যার অর্থ ‘ধন্যবাদ’। অপরদিকে.ফ্রান্স দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতার পর উৎসবে মাতোয়ারা প্যারিসে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রোববার রাতে রাজধানী প্যারিসে উচ্ছৃঙ্খল ফুটবল ভক্তদের ছোট একটি দলের সঙ্গে সংঘর্ষের পর পুলিশ শঁশ এলিজে অ্যাভিনিউতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে উৎসবরত ভক্তদের ছত্রভঙ্গ করে দেয়। স্টেডিয়ামে খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই লাখ লাখ ফরাসি ফুটবল ভক্ত রাস্তায় নেমে এসে উল্লাস করতে থাকে। হাজার হাজার ভক্ত রাজধানীর শঁশ এলিজে অ্যাভিনিউতে জড়ো হয়। কিন্তু সন্ধ্যা নেমে আসার পরপরই ফুটবল ভক্তদের ছোট একটি দল পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা শঁশ এলিজে অ্যাভিনিউয়ের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাংচুর চালায়। রয়টার্স, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।