মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ঝাড়খন্ডে একই পরিবারের ৬ সদস্য একসঙ্গে আত্মহত্যা করেছে। সেখানে হাজারিবাগ এলাকায় বসবাসকারী ওই পরিবারটি মারোয়ারি সম্প্রদায়ের। তাদের মধ্যে পাঁচজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অন্যজন বাড়ির ছাড় থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, ওই পরিবারটিতে রোববার সকালে ওই ৬ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে দু’জন নারী, দু’জন পুরুষ ও দুটি শিশুর মৃতদেহ রয়েছে। ওই বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে ইঙ্গিত মিলছে যে, ঋণ শোধের জন্য প্রচ- চাপে ছিল ওই পরিবারটি। মৃত ওই ৬ জন হলেন মহাবীর মহেশ্বরী (৭০), তার স্ত্রী কিরণ মহেশ্বরী (৬৫), তাদের ছেলে নরেশ আগরওয়াল (৪০), নরেশের স্ত্রী প্রীতি আগরওয়াল (৩৮), তাদের দু’সন্তান আমান (৮) ও অঞ্জলি (৬)। খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখানেই তাদের চিরকুট উদ্ধার করা হয়। উল্লেখ্য, ওই পরিবারটি শুকনো ফলের দোকান চালাতো। এতে সংসার না চলার কারণে তারা প্রচুর ঋণী হয়ে পড়ে। তবে কি কারণে তারা আত্মহত্যা করেছেন অথবা এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তা এখনও জানা যায় নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।