মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রবল বন্যার প্রকোপে চীনের বিভিন্ন অঞ্চলে ধ্বংসকান্ডের পদধ্বনি শোনা যাচ্ছে। ভারী বৃষ্টিপাতে চীনের বিভিন্ন অঞ্চলে প্রবল বন্যা হচ্ছে। বন্যায় চীন জুড়ে ধ্বংস হয়েছে সেতু, রাস্তা ও রেললাইন। হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার চীনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সংশ্লিষ্টরা আরও বৃষ্টিপাতের আশঙ্কা করছেন। এতে বৃদ্ধি পাবে বন্যার প্রকোপ। বন্যার পাশাপাশি সিচুয়ান প্রদেশে ভূমিধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বছরের এ সময়ে চীনে প্রতিবছরই ভারী বৃষ্টিপাত হয়। বন্যাও দেখা দেয়। সাধারণত এমন পরিস্থিতিতে চীনে শখানেক মানুষের মৃত্যু হয়। তবে এবার মৃত্যুর সংখ্যা কম। এখন পর্যন্ত মাত্র ১২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার চীনের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ৮০০ মিলিমিটার সীমা অতিক্রম করতে পারে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।