Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনে নির্যাতনের অভিযোগ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

সংযুক্ত আরব আমিরাত কর্তৃক পরিচালিত ইয়েমেনের কারাগারগুলোতে গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগ এনে তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি দাবি করেছে, তারা এই কারাগারগুলোতে গুম, নির্যাতন ও বিভিন্ন ধরনের অত্যাচারের প্রমাণ পেয়েছে। তবে আরব আমিরাত অ্যামনেস্টির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রায় ৭০ জনের সাক্ষাৎকার নিয়ে জানা গেছে বন্দিশালাগুলোয় বেআইনি ও নির্মম অত্যাচার চালানো হচ্ছে। অ্যামনেস্টি আরব আমিরাত সরকারকে দ্রæত এই নির্যাতন বন্ধ করতে ও বন্দিদের মুক্তি দিতে আহŸান জানিয়েছে। একইসঙ্গে সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের আরব আমিরাতকে গোয়েন্দা সহযোগিতা ও অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত। তাদের দাবি, ২০১৬ সালের মার্চ থেকে ২০১৮ সালের মে পর্যন্ত প্রায় ৫১ জন বন্দি গুমের শিকার হয়েছেন। এখনো তাদের মধ্যে ১৯ জন নিখোঁজ রয়েছেন। অ্যামনেস্টি জানিয়েছে, তারা বর্তমান ও মুক্তিপ্রাপ্ত বন্দি, নিখোঁজদের আত্মীয়, সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে আরো জানানো হয়েছে, গোপন কারাগারগুলোতেই সব থেকে ভয়াবহ নির্যাতন চালানো হয়। সাবেক এক বন্দি বলেছে, আরব আমিরাতের সেনারা রক্ত বেরুনোর আগ পর্যন্ত তার মলদ্বারে একধরণের তরল প্রবেশ করাতো। গত বছর বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদনে জানিয়েছিল ইয়েমেন সরকারের অগোচরে আরব আমিরাত ও তার মিত্র সেনারা গোপন কারাগার পরিচালনা করছে। ২০১৫ সাল থেকেই আরব আমিরাত সউদীআরব নেতৃত্বাধীন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জুন মাসে এসোসিয়েটেড প্রেস প্রায় ১০০টি কারাগারে যৌন নির্যাতন ও অত্যাচারের তথ্য প্রচার করে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্যাতন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ