Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ইংল্যান্ডের রাস্তায় মারামারি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

বিশ্বকাপ থেকে ইংল্যান্ড আউট। ব্যাস অমনি ইংল্যান্ডের রাস্তায় হাতাহাতি, মারামারি। এতে জড়িয়ে পড়লেন নারী-পুরুষ। পরিস্থিতি সামাল দিতে ডাকতে হলো পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বার্মিংহামের গ্রেট বার এলাকায় ক্যাট অ্যান্ড দ্য ফিডল পাব-এ। ক্রোয়েশিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনালের শেষ বাঁশি বাজতেই এই মারামারি শুরু হয়। তবে কি নিয়ে তার সূত্রপাত তা জানা যায়নি। ফুটেজে দেখা যায়, তখন রাত। রাস্তার ঠিক মাঝখানে কিলঘুষিতে মত্ত নারী ও পুরুষরা। একে অন্যকে কিল ঘুষিতে ঘায়েল করছে। আর কয়েক ডজন ভক্ত দাঁড়িয়ে ভয়াবহ এই ঘটনা দেখছে। একজন নারীকে দেখা যায় মাটিতে পড়ে আছেন। অন্য এক নারীকে দেখা যায়, তার দিকে কিছু একটা ছুড়ে মারছে। এক যুবক অন্য এক যুবকের গায়ে কষিয়ে বসিয়ে দিচ্ছেন কয়েকটি ঘুষি। তারপর তাকে কোণঠাসা করে ফেলেন। এমন সময় সেখানে হাজির হয় পুলিশ। তাদেরদের দেখা যায় আহত একজনের সঙ্গে কথা বলছে। ক্রোয়েশিয়ার কাছে ইংল্যান্ড ২-১ গোলে হেরে যাওয়ার পর পরই ঘটনা সূত্রপাত এবং এর পরই জরুরি নম্বর ৯৯৯ এ কল যায় বলে নিশ্চিত করেছে ওয়েস্ট মিডল্যান্ডস এম্বুলেন্স সার্ভিস। ওইদিনের খেলা শেষ হওয়ার পর প্রথম এক ঘন্টায় এমন ২৪০টিরও বেশি কল গিয়েছে এ সার্ভিসে। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ