বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার সুজানগর উপজেলায় পাবনা র্যাব-১২, সিপিসি-২ এক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে । আটক ব্যক্তির হল- শহিদ শেখ (৫২)। সে উপজেলার চরভবানীপুর গ্রামের জাহেদ শেখের পুত্র ।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিন (এক্স) বিএনভিআর সাংবাদিকদের জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সুজানগর উপজেলার চর ভবানীপুর গ্রামে শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে শহিদ শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি, ১০টি কার্তুজ, ১টি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, আটক শহিদ শেখ দীর্ঘদিন যাবত ওই এলাকায় অবৈধ অস্ত্র, গুলি ও কার্তুজ নিজ হেফাজতে রেখে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। এ ঘটনায় সুজানগর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।