Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় ভগ্নিপতিকে পিটিয়ে গুরুতর আহত করেছে শ্যালক, আটক দুই

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ৩:৫৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রেম করে বিয়ে করায় বরকে কনের বাড়ির লোকজন পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। জানা যায়, ১বছর পূর্বে উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের মোঃ হেকিম মিয়ার (৩০) সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করেন বিটঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোনিয়া বেগম (২৭)। বিয়ের পর সোনিয়া তার পিত্রালয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন। এ ঘটনায় পর সোনিয়ার পরিবারের লোকজন হেকিম মিয়ার উপর খুবই ক্ষুদ্ধ ছিলেন। হেকিম মিয়া নৌকা (ভলগেট) ব্যবসায়ী হওয়ার সুবাধে গত বৃহষ্পতিবার দুপুরে উপজেলার অরুয়াইল বাজারে ব্র্যাক ব্যাংকে টাকা জমা দিতে গেলে সোনিয়ার ভাই মুরাদ মিয়া (২৬) ও আল মান মিয়া(৩০) র নেতৃত্বে ৬/৭জন রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র শন্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তার হাত ও পা ভেঙ্গে দেয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। হামলাকারীরা তার মোবাইল সেটসহ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে মুরাদ মিয়া ও আল মান মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। এসময় অন্যরা পালিয়ে যায়। অরুয়াইল ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোস্তফা তাদের উদ্ধার করে সরাইল থানা পুলিশের নিকট সোপর্দ করে। সন্ধ্যায় গুরুতর আহত হেকিম মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকায় প্রেরন করা হয়। এ ঘটনায় রাতেই আহত মোঃ হেকিম মিয়ার মামা চান মিয়া বাদি হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেম করে বিয়ে করায় ভগ্নিপতিকে মারধর করেছে। রাতেই মামলা হয়েছে। আটককৃতদের এখনো কোর্টে পাঠানো হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ